Bhromor Koiyo Giya|ভ্রমর কইও গিয়া

শ্রীরাধিকার বিরহ জ্বালা যখন তার শ্যামের কাছে পৌঁছাতে পারেনা, কে নিয়ে যাবে সেই বার্তা ?
Bhromor Koiyo Giya Song info;-
Original : Radharaman Dutta Purokayastha
Singer : Pousali Banerjee
Track produced by : Sainik/Pankaj
Dubbed at : Studio Violina
Mixing and Mastering : Sainik Dey
Lyrics
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া ।
ভ্রমর কইয়ো গিয়া ।।
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া ।।
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়ারে ভ্রমর।।
ভ্রমর রে .
আগে যদি জানতাম রে যাইবা রে ছাড়িয়া।
আগে যদি জানতাম
মাথার কেশর দুই ভাগ করি রে রাখিতাম বাঁধিয়া রে ।
ভ্রমর কইয়ো গিয়া।।
ভ্রমর রে…
অঙ্গ যায় জ্বলিয়া রে
ভ্রমর কইয়ো গিয়া
অঙ্গ যায় জ্বলিয়া.
ভ্রমর কইয়ো গিয়া ।।